চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তথ্য থেকে জ্ঞানের পথে অভিযাত্রার পথনকশা তুলে ধরলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রতিমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
পাঁচ দশক আগে জাতিসংঘে দেয়া বঙ্গবন্ধুর দেয়া বক্তব্য উদ্ধৃত করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে বাংলাদেশের আর্থ-প্রাযুক্তিক উন্নয়নের চিত্রও উপস্থাপন করেন পলক।
তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে অর্থনীতি ও সমাজে জীবনযাত্রার নাটকীয় পরিকর্তনের মাধ্যমে নাগরিকরা এখন আধুনিক জীবনের স্বাদ পাচ্ছেন।
এই অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে পলক আরো বলেন, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ফাইন্যান্স ও ডিজিটাল অর্থনীতি ছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে কেউই নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না।
সেই লক্ষেই আগামী দিনগুলোতে দেশের বিপিও-কে কেপিও-তে উন্নীত করার পরিকল্পনার কথাও উঠে আসে প্রতিমন্ত্রীর কণ্ঠে।
তিনি বলেন, বৈশ্বিক জ্ঞান ভিত্তিক শিল্পে নিজেদের অবস্থান সুসংহত করতে ইন্টারনেট অব থিংকস ব্যবহার করে মৌলিক তথ্য-উপাত্ত নির্ভর স্মার্ট সল্যুশন তৈরি করা হবে। স্টার্টআপ ছাড়া এন্টারপ্রাইজ ঘরনার ব্যবসায় নিয়ে প্রবৃদ্ধি ধরে রাখা যাবে না। ফলে চিরায়ত ব্যবসায়গুলো এখন বৈশ্বিক বাজার লক্ষ্য করে অনলাইন নির্ভর হয়ে পড়ছে।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার নির্দেশনা উদ্ধৃত করে পলক বলেন, জ্ঞানভিত্তিক হাইটেক সেবা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কেবল চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদারই হবে না; নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবে।
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত “লিভারেজিং ফোথ আইআর” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসেস সভাপতি সৈয়দ আলমাস কবির। এসময় তিনি যন্ত্র ও মানুষের সংযোগের ফলে আসছে দিনে ফোরডি প্রিন্টারসহ কাটিং এজ প্রযুক্তিতে বাংলাদেশের দৃঢ় অবস্থান নিশ্চিত করতে নীতি ও আইনী কাঠামোর পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
গ্রামীণফোন ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আজমানের সঞ্চালনায় বিডা ’র উদ্যোগে আয়োজিত এই সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচাল এম রাশিদুল হাসান ও স্যামসাং বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন বিভাগের হেড অব সাপোর্ট স্টাফ গাজী মুনির উদ্দিন।